বার্সেলোনা ছেড়ে সৌদি ক্লাবে কেসি
নতুন স্বপ্ন নিয়ে ইন্টার মিলান ছেড়ে স্প্যানিশ লা লিগায় গিয়েছিলেন ফ্র্যাঙ্ক কেসি। ৪ বছরের চুক্তিতে যোগ দিয়েছিলেন বার্সেলোনায়। তবে এক বছর পরই কাতালানদের সঙ্গে পথচলা থামলো আইভোরিয়ান মিডফিল্ডারের। বার্সেলোনা ছেড়ে সৌদি ক্লাব আল আহলিতে যোগ দিয়েছেন কেসি। তাকে ১২.৫ মিলিয়ন ইউরোতে দলে ভিড়িয়েছে আল আহলি।
২৬ বছর বয়সী বার্সায় মাত্র একটি মৌসুমই ছিলেন। ২০২২ সালে এসি মিলানের হয়ে সিরি আ জেতার পর তাকে ফ্রি ট্রান্সফারে দলে ভিড়িয়েছিল কাতালানরা। কিন্তু দুর্ভাগ্যের বিষয়টি হলো জাভির শুরুর একাদশে তার জায়গা পেতে কঠিন সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়েছে।
কেসি যোগ দেওয়ায় আল আহলিতে পঞ্চম ইউরোপিয়ান খেলোয়াড় নাম লেখালেন। তার আগে গেছেন রিয়াদ মাহরেজ, রবের্তো ফিরমিনো, গোলকিপার ইদুয়ার্দ মেন্দি ও সেইন্ট ম্যাক্সিমিন।