বিএনপি-জামায়াত-হেফাজত একই মুদ্রার এপিঠ ওপিঠ: নাসিম
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি-জামায়াত-হেফাজত একই মুদ্রার এপিঠ ওপিঠ। এদের মূল নেত্রী খালেদা জিয়া। খালেদা জিয়ার সরকার পতনের চক্রান্ত এখনো অব্যাহত রয়েছে।
এদিকে, আগামীকাল বৃহস্পতিবার মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াত নেতা কামারুজ্জামানের রায়কে কেন্দ্র করে যাতে দেশে কোনো ধরণের নৈরাজ্য না হতে পারে বলে আশংকা করে নেতাকর্মীদের সতর্ক অবস্থান নেওয়ার নির্দেশ দেন তিনি।
বুধবার বিকেলে ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
হেফাজতে ইসলামের সমাবেশের দিন বিএনপির লাশ গুমের অভিযোগ প্রসঙ্গে মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি গায়েবি অভিযোগে গায়েবি জানাজা পড়েছে। আসল কথা হচ্ছে বিএনপি এখন লাশ চায়। তাই তারা সবখানেই লাশ গুমের কথা বলছে। এর আগে সাভারে ভবন ধ্বসে লাশ গুমের কথা বলেছে এবার হেফাজতের সমাবেশে লাশ গুমের দাবি করছে।
তিনি বলেন, বিএনপির চরিত্র মিথ্যাচার করা। সেই মিথ্যাচারকে প্রতিষ্ঠিত করতে ২ দিনের হরতাল ডেকেছে তারা।
হেফাজতের সমাবেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে দেশের ধর্মপ্রাণ মানুষের ভোটে কোনো প্রভাব পড়বে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা বিশ্বাস করে এদেশের মানুষ ধর্মভীরু কিন্তু ধর্মের নামে নৈরাজ্য, ধর্মীয় উম্মাদনা মানুষ বিশ্বাস করে না। তাই জনগণ আমাদের পাশে থাকবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূইয়া ডাবলু, যুব ও ক্রীড়া সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন টুটুল, ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ফরিদুন্নাহার লাইলী এমপি, শেখ ফজলে নূর তাপস এমপি প্রমুখ।