বারবাকিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি বার্ষিক সম্মেলন

বিএনপি নির্বাচনকে ভয় পায়, তাই তারা ষড়যন্ত্রে লিপ্ত-এমপি জাফর

fec-image

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালী জাতিকে উদ্বুদ্ধ করেছিলেন বলেই আজ আমরা স্বাধীন জাতি। স্বাধীনভাবে জনগণ যখন আওয়ামীলীগকে রায় দেয় তখন স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপি-জামাত হয়ে যায় দিশেহারা। বার বার বিএনপি নির্বাচনকে ভয় পায়। তাই তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। সুতরাং আসুন আওয়ামীলীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল ষড়যন্ত্র রুখে দিয়ে উন্নয়নের রোল মডেলে পরিণত করে এদেশকে এগিয়ে নিয়ে যাই।

মঙ্গলবার (১৪ জুন) সকাল ১১টায় কক্সবাজারের পেকুয়ার বারবাকিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে চকরিয়া-পেকুয়ার সাংসদ আলহাজ্ব জাফর আলম এসব কথা বলেন।

সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি আবুল হোসেন শামার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের প্রথম অধিবেশনে উদ্ভোধনী বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এম শহিদুল্লাহ বিএ।

আওয়ামিলীগ নেতা কামালের পরিচালনায় আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও চকরিয়া পেকুয়ার সাংগঠনিক টিম প্রধান রেজাউল করিম।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বর্ষিয়ান রাজনীতিবিদ ও জেলা আ.লীগের জেষ্ঠ্য নেতা মোহাম্মদ হোসাইন বিএ, জেলা আওয়ামীলীগের সদস্য লায়ন কমর উদ্দিন, বরইতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এটি এম জিয়া উদ্দিন চৌধুরী জিয়া, এস এম গিয়াস উদ্দিন, জি এম আবুল কাশেম, পেকুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম মিনু, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সাইফুদ্দিন খালেদ, সাধারণ সম্পাদক আবুল কাসেম, যুগ্ম সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়ারেচী, যুগ্ম সম্পাদক রাজাখালী ইউপির চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল, টইটং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টইটং ইউপির চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী, উজানটিয়া ইউপির চেয়ারম্যান তোফাজ্জল করিম, বীর মুক্তিযুদ্ধা আক্তারুজ্জামান চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন উজানটিয়া ইউপির চেয়ারম্যান তোফাজ্জল করিম, উজানটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহ জামাল, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, শিলখালীর সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, আ.লীগ নেতা আসাদুজ্জামান চৌধুরী, পেকুয়া সদরের সভাপতি এম. আজম খান, সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন বিএসসি, উপজেলা যুবলীগ সহসভাপতি মোহাম্মদ হোসাইন, শফিউল আলম মেম্বার, উপজেলা আ.লীগ নেতা কাজীউল ইনসান, যুগ্ম সম্পাদক সাংবাদিক নাজিম উদ্দিন, যুবলীগ নেতা এনামুল হক।

এছাড়াও সম্মেলনে আরো বক্তব্য রাখেন, মগনামা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিপন চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. বারেক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সালাহউদ্দিন মাহামুদ, উপজেলা ছাত্র লীগের সভাপতি সভাপতি এম কপিল উদ্দিন বাহাদুর, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশিদ প্রমুখ।

এছাড়া উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে বিকেল ৩টায় বারবাকিয়া ইউনিয়ন পরিষদ হল রুমে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এম শহিদুল্লাহ বিএ’র সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় শুরু হয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশন। ওইদিন গোপন ব্যালটের মাধ্যমে কাউন্সিলরগণ সভাপতি, সম্পাদক পদে তাদের পছন্দের প্রার্থীদের ভোট দেয়। ভোট গণনা শেষে আবুল হোসেন শামা সভাপতি ও কামাল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন