বৃহস্পতিবার জাতীয় শোক ঘোষণা
ডেক্স নিউজ: সাভারে ভবন ধসে হতাহতের ঘটনায় বৃহস্পতিবার জাতীয় শোক ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার বিকেলে জাতীয় সংসদে তিনি এ ঘোষণা দেন।
সাভারের এ ঘটনার পর হরতাল প্রত্যাহার করে নেওয়ায় বিরোধী দলকে ধন্যবাদ তিনি।
নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ইতিমধ্যেই আমরা জাতীয় শোক দিবস ঘোষণা করেছি। যারা আহত হয়েছেন, তাদের চিকিৎসার দায়িত্ব নিয়েছি আমরা। নিহতদের স্বজনদের কাছে মৃতদেহ পৌঁছে দেওয়ার হবে।
শোক দিবস সম্পর্কে তিনি বলেন, শোক দিবসে ছুটি থাকবে না, তবে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
এদিকে, সাভারে ধসে পড়া নয় তলা এ ভবন থেকে আগেই সব লোককে সরিয়ে নেয়া হয়েছিল বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, হতাহতরা পরে জিনিসপত্র আনতে গিয়ে দুর্ঘটনায় পড়েছে।