ভারতের মিজোরাম রাজ্যের প্রতিনিধি দলের সাথে রাঙামাটির পাংখোয়া সম্প্রদায়ের সাক্ষাৎ

Pic 30-01-16-01

স্টাফ রিপোর্টার:

ভারতের মিজোরাম রাজ্যের লেজিসলেটিভ অ্যাসেম্বলির ৭ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাঙামাটির পাংখোয়া কমিউনিটির প্রতিনিধি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া। এ সময় পাংখোয়া কমিউনিটির ডা. বেয়াকী লুসাই, গ্রেসী পাংখোয়া ও রৌশাম পাংখোয়া উপস্থিত ছিলেন।

শনিবার সকালে পর্যটন হলিডে কমপ্লেক্সে ভারতের মিজোরাম রাজ্যের লেজিসলেটিভ অ্যাসেম্বলির ৭ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের মিজোরাম লেজিসলেটিভ অ্যাসেম্বলির কমিটি অন পাবলিক আন্ডারটেকিংসের চেয়ারম্যান নীহার কান্তি চাকমা এমএলএ, জেএইচ রোথুয়ানা এমএলএ, পি সি জোরাম সাংলিয়ানা এমএলএ, জন সিয়ামকুংঙ্গা এমএলএ, ডা. কে, বিইচুয়া এমএলএ, ইআর লালরিনাওমা এমএলএ, ও মিজোরাম লেজিসলেটিভ অ্যাসেম্বলির জয়েন্ট সেক্রেটারী এইচ, লালরিনাওমা’র সাথে কুশল বিনিময়ের পর রাঙামাটির পাংখোয়া কমিউনিটি ও মিজোরাম রাজ্যের প্রতিনিধি দলটি একে অপরের সাথে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

মিজোরাম রাজ্যের লেজিসলেটিভ অ্যাসেম্বলির প্রতিনিধি দলটি এখানকার বসবাসরত পাংখোয়া, বম ও লুসাই কমিউনিটির বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে পরিষদ সদস্য রেমলিয়ানা জানান, বর্তমান সরকারের আন্তরিকতায় আগের তুলনায় পিছিয়ে পরা এসব জনগোষ্ঠীর বর্তমান অবস্থা অনেক ভালো।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: প্রতিনিধি, ভারতের, মিজোরাম
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন