খাগড়াছড়ি আসনে

মনোনয়ন পেয়ে ওয়াদুদ ভূইয়ার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন

fec-image

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। গতকাল ৩ নভেম্বর সোমবার বিকেলে ঢাকার গুলশানে অবস্থিত বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক এই প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নির্বাচনে খাগড়াছড়ি আসন থেকে বিএনপির মনোয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা ওয়াদুদ ভূইয়া। এজন্য তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে ফেইসবুক পেইজে একটি স্ট্যাটাস দিয়েছেন।

গতকাল রাতে দেয়া ওই স্ট্যাটাসে ওয়াদুদ ভূইয়া উল্লেখ করেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮নং খাগড়াছড়ি আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রার্থী হিসেবে আমি ওয়াদুদ ভূইয়া-কে মনোনীত করায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং জাতীয় স্থায়ী কমিটি’র সম্মানিত সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় খাগড়াছড়িবাসি, আমার দলের সর্বস্তরের নেতা-কর্মী, শুভানুধ্যায়ী এবং যারা আমার জন্য মাঠে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন; আমার প্রতি আপনাদের আশির্বাদ ও অকুন্ঠ সমর্থনের জন্য। আর যারা কোনো কারণে আমাকে প্রত্যাশা করেননি বা সমর্থন করতে পারেননি তাদেরকে “ধানের শীষ”-এর পক্ষে আমার সাথে কাজ করার জন্য উদাত্ত আহবান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।’

উল্লেখ্য, গতকাল মনোনয়ন ঘোষণার আগে বেলা সাড়ে ১২টায় জরুরি বৈঠকে বসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। কয়েক ঘণ্টাব্যাপী চলা ওই বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাদের মধ্যে কে কোন আসন থেকে নির্বাচন করবেন, সেটি ওই বৈঠকেই ঠিক করা হয় বলে বিবিসি বাংলার এক খবরে জানা যায়। এ বছরের অক্টোবর মাস থেকেই সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার নিতে শুরু করেছিল বিএনপি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ওয়াদুদ ভূঁইয়া, খাগড়াছড়ি, জাতীয় নির্বাচন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন