কক্সবাজারের মহেশখালীতে অবৈধভাবে পাহাড় কাটায় অভিযান চালিয়ে একটি স্কেভেটর ও ২টি মাটি পাচারে ব্যবহৃত ডাম্পার গাড়ি জব্দ করেছে মহেশখালী বন বিভাগ। রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের গলাছিপা নামক ঘোনা এলাকায় এ অভিযান পরিচালনা করেন মহেশখালী রেঞ্জ কর্মকর্তা এসএম এনামুল হক এর নেতৃত্বে অন্যান্য স্টাফ বৃন্দ। জানা যায়, ছোট মহেশখালী গলাছিপা ঘোনায় একটি পাহাড় স্কেভেটর দিয়ে কেটে ডাম্পার গাড়ি দিয়ে মাটি পাচার করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে বন বিভাগ অভিযান চালায়। এ সময় ১টি স্কেভেটর, ও ২টি মাটি ভর্তি ডাম্পার গাড়ি জব্দ করে বন বিভাগের কার্যালয়ে নিয়ে আসা হয়। অভিযান পরিচালনাকারী মহেশখালী রেঞ্জ কর্মকর্তা এসএম এনামুল হক জানান, খবর পেয়ে গলাছিপা ঘোনায় অভিযান চালিয়ে পাহাড় কাটা অবস্থায় একটি স্কেভেটর ও ২টি ডাম্পার জব্দ করা হয়। এসময় যারা পাহাড় কাটছে তারা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয় নি। এছাড়া তিনি পাহাড় খেকোদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।