মাটিরাঙায় বিজিবির ঈদ পুনর্মিলনী ও মানবিক সহায়তা প্রদান


পবিত্র ঈদুল ফিতর উপক্ষে উৎসবমুখর পরিবেশে যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) সদরে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার(২৫ এপ্রিল) বিকালে জোন সদরস্থ মেঘাচল বিনোদন পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নানা প্রতিযোগিতাসহ সকল অফিসার, জেসিও, অন্যান্য পদবীর সৈনিক ও অসামরিক কর্মচারী এবং অফিসার পরিবারবর্গের অংশগ্রহণে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাটালিয়নের অধিনায় লে. কর্নেল বি এম জাহিদুল করিম।
অনুষ্ঠান শেষে ব্যাটালিয়ন অধিনায়ক ও অধিনায়ক পত্নী প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার ও শান্তনা পুরস্কার প্রদান করেন।
এছাড়া একই দিন যামিনীপাড়া জোন দায়িত্বপূর্ণ বিভিন্ন এলাকার দুস্থ ও অসহায় মানুষের মাঝে শাড়ি ৫৮টি, মেক্সি ৩৮টি, থ্রি পিস ১৭টি, লুঙ্গি ১৩টি, স্যান্ডেল ৫৩ জোড়া এবং বাচ্চাদের টি-শার্ট ও প্যান্ট ৭ সেট , প্রতিবন্ধী দুইজন শিশুকে ২টি হুইল চেয়ার দেয়া হয় ।
এছাড়াও পথ শিশুদের মাঝে বিভিন্ন প্রকার শিশু খাদ্য বিতরণসহ দুস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ ১৭হাজার টাকা অনুদান প্রদান করা হয়।