মাটিরাঙ্গায় উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ের হাসি হাসলেন যারা


৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ১ম ধাপে খাগড়াছড়ির, মাটিরাঙ্গা উপজেলা নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে বিএনপিহীন ভোটের মাঠ পেরিয়ে জনতার মঞ্চে বিজয়ী হাসি হাসলেন তবলছড়ি ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া। তিনি উপজেলা চেয়ারম্যান পদে কৈ মাছ প্রতীক নিয়ে ১৯ হাজার ২শ ৫ ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীক নিয়ে পেয়েছেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম পেয়েছেন ১০ হাজার ৮শ ২১ ভোট।
বুধবার (৮ মে) রাতে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ সহকারী রিটার্নিং অফিসার মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসান এ ফলাফল ঘোষণা করে।
ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকে উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আলী হোসেন ১২ হাজার ৯শ ৪১ ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তালা প্রতীক নিয়ে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ মাটিরাঙ্গা উপজেলা সভাপতি মো. জালাল পেয়েছেন ১০ হাজার ৩শ ১ ভোট।
মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে তাইন্দং ইউপি আওয়ামী মহিলা লীগ মহিলা বিষয় মোছা. আমেনা বেগম ১৯ হাজার ৩শ ৮২ ভোট পেয়ে জয় লাভ করে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাঁস প্রতীক নিয়ে গোমতি ইউপির সাবেক মেম্বার মনোয়ারা বেগম পেয়েছেন ১০ হাজার ৯শ ৭ ভোট।
সহকারী রিটার্নিং অফিসার বলেন, নির্বাচন সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ হয়েছে বলে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, বৃহস্পতিবার জেলা রিটার্নিং অফিসার তার কার্যালয় সরকারি নির্বাচনের সরকারি ভাবে ঘোষণা করবেন। সেখানে নির্বাচিতদের উপস্থিত থাকার আহ্বান জানান তিন।