মাটিরাঙ্গায় মাদ্রাসায় আগুন,এতিমখানা পুড়ে ছাঁই

খাগড়াছড়ির মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার ভবন ও এতিমখানা অগ্নিকাণ্ডে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে মাটিরাঙ্গার ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার (১০ ফেব্রুয়ারী) বিকালের দিকে মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার এতিমখানায় এ ঘটনা ঘটে।

জানা যায়, আসরের নামাজের সময়ে এতিমখানার শিক্ষার্থীরা মাদ্রাসার পাশেই একটি মসজিদে নামাজ পড়তেছিল। মাদ্রাসার থাকার কক্ষ থেকে আগুন লেগে গিয়ে মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিক ছড়িয়ে পড়ে এতিমখানার সকল আসবাবপত্র মাদ্রাসার ২০০ ফুট দৈর্ঘের ইউ আকৃতির ৫টি শ্রেনিকক্ষসহ ভবন টি ভস্মীভূত হয়ে যায়।

মাটিরাঙ্গা জোন কমান্ডার লেঃ কর্নেল কৌশিক জাহান ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম অগ্নিকাণ্ডে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এতিমদের প্রতি সমবেদনা জানান।

একই সময়ে, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল কাজল, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারীসহ উপজেলা বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

বৈদ্যুতিক শর্ট শার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে জানিয়ে মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ মো. হারুন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভাতে সক্ষম হই। প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হতে পারে বলে তিনি জানান।

মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার এতিমখানার তত্তাবধায়ক আবুল কাশেম বলেন, তিনি তখন আসরের নামাজ পড়ছিলেন, মসজিদ থেকে বের হয়েই দেখেন সব পুড়ে গেছে। কোনকিছু ই বের করতে পারেন নি। গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল সব পুড়ে গেছে।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম বলেন, ইতিমধ্যে তাদের অন্যত্র থাকা খাওয়ার ব্যবস্থাসহ অগ্নিকান্ডে এতিমদের পুড়ে যাওয়া জামা কাপড় কিনে দেয়া হয়েছে। শীঘ্রই পুড়ে যাওয়া ভবনটি নির্মাণ করা হবে।

Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন