রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে হেফাজত ইসলাম
ডেস্ক নিউজ
মতিঝিলের সমাবেশে ‘গণহত্যার’ প্রতিবাদে আগামী রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে হেফাজত ইসলাম। একই সঙ্গে বুধবার থেকে শুরু হওয়া ১৮ দলের ৩৬ ঘণ্টার হরতালেও সমর্থন দিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার হাটহাজারীর দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসায় হেফাজতে ইসলামের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচী ঘোষণা করা হয়েছে। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক আশরাফ আলী নিজামপুরী এ কর্মসূচীর ঘোষণা দেন।
এসময় মাদ্রাসার ভেতরে অবস্থান করলেও হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না।
Facebook Comment