রাঙামাটিতে কাঠবাহী ট্রাকে পাহাড়ি সন্ত্রাসীদের গুলি, চালক গুলিবিদ্ধ

fec-image

রাঙামাটিতে কাঠবাহী ট্রাককে লক্ষ্য করে গুলি চালিয়েছে পাহাড়ের স্বশস্ত্র সন্ত্রাসীরা।

মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে জেলা সদরের সাফছড়ি ইউনিয়নের দেপ্পোছড়ি চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে এ ঘটনা ঘটে।

আহত চালকের নাম ছৈয়দ আলম। তিনি বামপায়ে গুলিবিদ্ধ হন। এসময় ট্রাকের (চট্টমেট্রো-ট-১১০৭৯৯) সামনের দু’টি চাকা গুলিতে পাংচার যায়।

ট্রাকে অবস্থান করা কাঠের চালানদার জাকির হোসেন বলেন, মঙ্গলবার সকালে আমরা ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার পর দেপ্পোছড়ি এলাকার উঁচু রাস্তা বেয়ে উঠার সময় রাস্তার ডান পাশের জঙ্গল থেকে আকস্মিকভাবে ব্রাশ ফায়ার করা হয়। এতে ট্রাকের দুই চাকা পাংচার যায় এবং গাড়ির বডি ছিদ্র হয়ে চালকের পায়ে গুলি লাগে। এরপর আমরা এলাকাবাসীর সাহায্যে চালককে নিয়ে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে আসি।

আহত চালক ছৈয়দের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলাধীন রানীরহাটের ঠান্ডাছড়ি এলাকায় বলে জানা গেছে।

রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর বলেন, গুলিবিদ্ধ চালককে আমরা চিকিৎসা প্রদান করেছি। তিনি বর্তমানে শঙ্কামুক্ত আছেন।

এদিকে ঘটনার পরপরই ঘটনাস্থল ও আশেপাশের এলাকাগুলোতে নিরাপত্তা বাহিনী তল্লাশি শুরু করেছে। পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

রাঙামাটি কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, এ ঘটনায় বেলা সকাল সাড়ে ১১টার দিকে রাঙামাটি চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বিক্ষুব্ধ ট্রাক চালকরা।

উল্লেখ্য, এর আগেও চলতি বছরের ২৫ জানুয়ারি একই স্থানে কাঠবাহী ট্রাকে ব্রাশ ফায়ার করেছিলো।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন