বেয়ারস্টোর উইকেট তুলে শতরানের ওপেনিং জুটি ভাঙলেন সাকিব

fec-image

ইংলিশ দুই ওপেনার ডেভিড মালান আর জনি বেয়ারস্টো চড়াও হয়ে খেলছিলেন। ৯৩ বলেই তারা শতরানের জুটিও গড়ে ফেলেন। ফিফটি করেন দুজনই। দীর্ঘ সময় পর সাকিব আল হাসানের হাত ধরেই এল ব্রেক থ্রু। ফিফটির পর তিনি তুলে নিয়েছেন জনি বেয়ারস্টোর উইকেট। ৫৯ বলে ৫২ করে ইংলিশ এই ওপেনার ফেরেন সাকিবের বলে বোল্ড হয়ে।

অবশেষে ইনিংসের ১৮তম ওভারে এই জুটিটি ভাঙলেন সাকিব আল হাসান। ৫৯ বলে ৮ বাউন্ডারিতে ৫২ রান করা বেয়ারস্টোকে দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেছেন টাইগার অধিনায়ক। ১১৫ রানে ভেঙেছে ইংল্যান্ডের উদ্বোধনী জুটি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৩ ওভার শেষে ইংলিশদের সংগ্রহ ১ উইকেটে ১৪৪ রান। মালান ৭৬ আর জো রুট ১৬ রানে অপরাজিত আছেন।

ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ জানান টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

কোনো চমক নয়। দুই প্রান্ত দিয়ে পেস দিয়েই আক্রমণ শুরু করেন সাকিব। মোস্তাফিজুর রহমান আর তাসকিন আহমেদ প্রথম ৪ ওভারে দেন ১৫ রান।

তবে পঞ্চম ওভার এসে হাত খুলেন ডেভিড মালান। টানা দুই বলে মোস্তাফিজকে চার আর ছক্কা হাঁকিয়ে রান বাড়িয়ে নেন এই ওপেনার।

মোস্তাফিজকে তার পরের ওভারে ফের টানা দুই বলে ছক্কা আর চার হাঁকান মালান। তার সঙ্গে তাল মেলাতে চেষ্টা করেন আরেক ওপেনার জনি বেয়ারস্টোও। ফলে ৪৯ বলেই জুটিতে ফিফটি পূরণ করে ফেলেন তারা। ১০০ ছুঁতে লাগে ৯৩ বল।

৩৯ বলে ফিফটি পূরণ করেন মালান। বেয়ারস্টো ছিলেন তার তুলনায় একটু ধীরগতির। তার পঞ্চাশ ছুঁতে লাগে ৫৪ বল।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন