রাঙামাটিতে দ্বিতীয় ধাপে ৩ উপজেলা পরিষদের নির্বাচন চলছে


৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে রাঙামাটির তিন উপজেলা কাপ্তাই, রাজস্থলী ও বিলাইছড়ি উপজেলায় নির্বাচন চলছে।
মঙ্গলবার (২১ মে) সকাল থেকে ভোট দিতে ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসতে শুরু করেছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
তিন উপজেলা মিলে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাজস্থলী উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় পদ দু’টিতে ভোট হচ্ছে না।
কাপ্তাইয়ে মোট ভোটার ৪৯ হাজার ৫২৮ জন, রাজস্থলীতে ২০ হাজার ৮৬৭ জন এবং বিলাইছড়িতে ২৩ হাজার ৬৯২ জন ভোটার রয়েছে।
নির্বাচন সুষ্ঠু ভাবে শেষ করার লক্ষ্যে প্রতিটি ইউনিয়ন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং প্রতিটি কেন্দ্রে পুলিশ আনসার মোতায়েন এর পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসাবে বিজিবি টহল মোতায়েন রয়েছে।