রাঙামাটিতে পৌর আ.লীগের সাধারণ সম্পাদকসহ আটক ৩

অপারেশন ডেভিল হান্টের অংশ হিসাবে রাঙামাটি পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনছুর আলীসহ৩ জনকে আটক করেছে পুলিশের ডিটেকটিব ব্যাঞ্চ (ডিবি পুলিশ)।
রোববার ( ৯ ফেব্রুয়ারী) বিকেলে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, আজ বিকেলে অভিযান চালিয়ে রাঙামাটি পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনছুর আলীকে আটক করা হয়েছে। এর আগে ডিবি পুলিশ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বরের বাস ভবনে অভিযান পরিচালনা করলে তাকে তার বাসায় পাওয়া যায়নি বলে জানান।
এদিকে আটক অন্যান্যরা হলেন, জেলা শ্রমিকলীগের নেতা শাহজালাল মাঝি এবং মাওলা মিয়াকেও আটক করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানায় পুলিশ।
Facebook Comment