রাঙামাটিতে সনাতন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে

fec-image

রাঙামাটিতে সনাতন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে।মন্ডপে মন্ডপে  চলছে প্রতিমা স্থাপনের কাজ।

১১ অক্টোবর (সোমবার) থেকে সারাদেশের ন্যায় পাঁচ দিনব্যাপী রাঙামাটির ৪১টি পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।

করোনার প্রাদুর্ভাব কমায় এবার উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে। তবে করোনা সংক্রমণ এড়াতে গত বছরের মতো এবারও সব মন্ডপে বাড়তি সতর্কতা থাকবে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে পূজা অর্চনা।

এদিকে শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে রাঙামাটি জেলা পরিষদ থেকে জেলার ৪১টি পূজা মন্ডপের জন্য দেড় মেট্রিক টন করে খাদ্য শষ্য বরাদ্দ দিয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন