রাঙামাটিতে সাংস্কৃতিক প্রতিযোগিতায় উত্তীর্ণদের সনদপত্র ও গুণীজনদের সংবর্ধনা প্রদান


নানিয়ারচর গ্রন্থগার কাম সাংস্কৃতিক একাডেমি অধীনে ২০২১ সেশন সাংস্কৃতিক প্রতিযোগীতায় উত্তীর্ণদের সার্টিফিকেট, মেধাক্রেস্ট বিতরণ এবং গুণীজন সম্মাননা প্রদান উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ জুলাই) সন্ধ্যায় জুম কালচারাল সেন্টার রাঙামাটি এবং নানিয়ারচর সঙ্গীত একাডেমির যৌথ আয়োজনে রাঙামাটি শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, যে জাতি সংস্কৃতি দিক থেকে যত বেশি শক্তিশালী সে জাতি ততবেশি সমৃদ্ধশালী। কারণ একটি শক্তিশালী সংস্কৃতি জাতিকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দেয়।
বিশিষ্ট গীতিকার, সুরকার ও সংঙ্গীত শিল্পী বাবু রনজিত দেওয়ানের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, জুম কালচারাল সেন্টারের পরিচালক সচিব চাকমা, নানিয়ারচর সংঙ্গীত একাডেমির পরিচালক তপন জ্যোতি চাকমা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সানসাইন পাবলিক স্কুলের প্রধান শিক্ষক ও সঙ্গীত শিল্পী সঞ্জয় চাকমা বাবু। স্বাগত বক্তব্য রাখেন কমল কৃষ্ণ চাকমা। উপস্থাপনা করেন বিজ্ঞান্তর তালুকদার।