রাঙামাটিতে ২৬টি তক্ষক অবমুক্ত

রাঙামাটির ঘাগড়া স্টেশন হতে পাচারকালে উদ্ধার হওয়া ২৬টি তক্ষক বনে অবমুক্ত করেছে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ। শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে জেলার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের শালবাগান এলাকায় এসব তক্ষক অবমুক্ত করা হয়।
রাঙামাটি ঘাগড়া বন স্টেশনের কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক জানান, গত ২ ডিসেম্বর রাতে তক্ষক পাচারকালে বনবিভাগ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে ২জনকে আটক করে।
সিংক খন্দকার মাহমুদুল হক, স্টেশন কর্মকর্তা, ঘাগড়া বনবিভাগ বলেন, আটককৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে এবং উদ্ধার হওয়া তক্ষকগুলো গভীর বনাঞ্চলে অবমুক্ত করার জন্য আদালত নির্দেশ দিয়েছেন বলে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ। আদালতের নির্দেশনা অনুযায়ী শনিবার উদ্ধার হওয়া ২৬টি তক্ষক ঘাগড়া ইউনিয়নের শালবাগান এলাকায় বনাঞ্চলে অবমুক্ত করা হয়।