রাঙামাটির ১২ থানায় পুলিশি কার্যক্রম শুরু
পাঁচদিন পর রাঙামাটির ১২টি থানায় পুলিশের সেবা কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) পুলিশ সদস্যরা তাদের কর্মস্থলে যোগ দিয়েছেন।
রাঙামাটি জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কোতয়ালী, কাউখালী, কাপ্তাই, নানিয়ারচর, রাজস্থলী, বাঘাইছড়ি, লংগদু, বরকল, জুরাছড়ি, বিলাইছড়ি, সাজেক এবং চন্দ্রঘোনা থানায় একযোগে সেবা কার্যক্রম শুরু হয়েছে।
আন্দোলনে রাঙামাটির কোনো থানা হামলার শিকার না হলেও শহরের বনরূপা এলাকায় পুলিশ চেক বক্স পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।
রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, ‘শুক্রবার (৯ আগস্ট) দুপুর থেকে পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। বর্তমানে ১২ থানায় প্রায় দুই হাজার পাঁচশ’ পুলিশ সদস্য রয়েছে।
ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পরই দেশের বিভিন্ন থানায় হামলা, ভাংচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় অসংখ্য পুলিশ সদস্য হতাহত হয়েছে।