রাঙামাটি-২৯৯ আসনে নির্বাচন করছেন না ঊষাতন তালুকদার

fec-image

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি-২৯৯ আসন থেকে সরে এসেছেন অনিবন্ধিত সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সহ-সভাপতি স্বতন্ত্র প্রার্থী ঊষাতন তালুকদার।

শুক্রবার (১৫ ডিসেম্বর) গণমাধ্যমকে ওই প্রার্থী নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

ঊষাতন তালুকদার বলেন, সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। নিয়ম অনুযায়ী শুক্রবার দুপুরে রিটার্নিং অফিসারের কাছে প্রার্থিতা প্রত্যাহার পত্র জমা দিয়েছি।

২০০৮ সালে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েছিলেন পিসিজেএসএস নেতা ঊষাতন তালুকদার। এরপর থেকে ২০১৪, ২০১৮ সালের নির্বাচনেও অংশ নিয়েছিলেন। তবে ২০১৪ সালের নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

এ আসনে ঊষাতন তালুকদার সরে দাঁড়ালেও ২৯৯ আসনে নির্বাচনী লড়াইয়ে এখনও মাঠে রয়েছেন জাতীয় পার্টির (জাপা) প্রার্থী হারুন মাতব্বর, সংস্কৃতি মুক্তিজোটের প্রার্থী অমর কুমার দে ও তৃণমূল বিএনপির প্রার্থী শাহ মো. মিজানুর রহমান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন