রাঙ্গামাটিতে তথ্য মেলার উদ্বোধন

রাঙ্গামাটিতে তথ্য মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) জেলা প্রশাসন ও সনাকের যৌথ আয়োজনে জিমনেসিয়াম প্রাঙ্গনে অনুষ্ঠিত মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ।
উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, তথ্য অধিকার আইন মানে এমন একটি আইন যেটি রাষ্ট্রের জনগণ আমাদের উপর প্রয়োগ করে থাকে। অন্য সকল আইনের ক্ষেত্রে সরকারের এজেন্সী মানে প্রশাসন, পুলিশ, দুদক সকল দপ্তরের আইন জনগণের উপর প্রয়োগ করে থাকি। এটি তথ্য অধিকার আইনের আকর্ষণীয় দিক।
সচেতন নাগরিক কমিটি (সনাক) জেলা কমিটির সভাপতি বাঞ্চিতা চাকমার সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহম্মেদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ঋশিকেশ শীল, জেলা শিক্ষা কর্মকর্তা মৃদুল কান্তি তালুকদার এবং দুদকের সহকারী পরিচালক রাজু আহম্মেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আলোচনার সভার পর আগত অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।