রাজস্থলীতে ফের টিসিবির পণ্য বিক্রি শুরু

fec-image

রাঙামাটি রাজস্থলীর ১নং ঘিলাছড়ি ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ফের টিসিবির পণ্য বিক্রয় শুরু হয়েছে। টিসিবির পণ্য বিক্রি উদ্বোধন করেন ১নং ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি জয়নাল তালুকদার মেম্বার।

শুক্রবার ( ১৯ আগস্ট) সকাল ৯টা হতে দুপুর আড়াইটা পর্যন্ত বাজার স্কুল মাঠ এলাকায় টিসিবির পণ্য বিক্রি করা হয়েছে। আজও বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।

ঘিলাছড়ির ৯টি ওয়ার্ডে প্রায় ১ হাজার ১শ ৬৩ জনের কার্ড অনুযায়ী তেল, চিনি ও মসুর ডাল বিক্রয় করা হয়।

টিসিবির ডিলার যিশু দাশ জানান, পণ্য নিতে এসে দীর্ঘ লাইন ধরতে হয়। এতে কিছুটা বিলম্ব হলেও সঠিক ভাবে পণ্য সরবরাহ করতে পেরেছি। তবে রবিবার ও সোমবার গাইন্দ্যা ইউনিয়ন এবং বুধবার ও বৃহস্পতিবার বাঙ্গালহালিয়াতে টিসিবির পণ্য বিক্রয় করা হবে বলে জানান। সর্বমোট ৩টি ইউনিয়নে ৩ হাজার ৮শ ৪০ জনকে টিসিবি দেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা রাজস্থলী বাজার চৌধুরী প্রজ্ঞাজোতি চাকমা, সাংবাদিক আজগর আলী খান , ইউপি সদস্যা রোজি মালা, অংগ মালা, উদয় তঞ্চঙ্গ্যা, ভূবণ তঞ্চঙ্গ্যা প্রমুখ ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন