রাজস্থলী মৎস্য বিভাগের উদ্যােগে জেলেদের মাঝে ভ্যানগাড়ী বিতরণ

fec-image

রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার মৎস্য অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত জেলেদের মাঝে ভ্যানগাড়ী ও ক্ষুদ্র ব্যবসায়ীক মালামাল বিতরণ করা হয়েছে।

সোমবার (২৭ ডিসেম্বর) উপজেলা পরিষদ মাঠে উপজেলার ৫ জন নিবন্ধিত জেলের মাঝে ভ্যানগাড়ী ও ক্ষুদ্র ব্যবসায়ীক মালামালা বিতরণ করেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ , ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উসচিন মারমা, মূল্যায়ন ও পরিক্ষণ কর্মকর্তা ইজিবুল বাহার ভূইয়্যা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মফজল আহমদ খান, মৎস্য কর্মকর্তা ছাবেদুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলামসহ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

সরকার গরীব অসাহায়দের কর্মস্থান বৃদ্ধির লক্ষে এ পরিকল্পনা হাতে নিয়েছেন। তারই ধারবাহিকতায় রাজস্থলী উপজেলার নিবন্ধিত জেলেদের বুক ভরা ভালবাসা নিয়ে সরকার ভ্যানগাড়ী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে সামান্য উপহার প্রদান করেন বলে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা এ কথা গুলো বলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন