রাতে মরূর বুকে মেসি-রোনালদোর মহারণ আজ

fec-image

স্পেনে বছর দুয়েক আগেও বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের এল ক্লাসিকো মানে ছিল মেসি-রোনালদোর লড়াই। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো ইতালিতে পাড়ি জমানোয় দুই মহাতারকার মহারণটা এখন আর দেখা হচ্ছে না ফুটবল অনুরাগীদের। প্রায় এক যুগ ধরে একে অপরের প্রতিপক্ষ হয়ে দুজন ফুটবল বিশ্বকে আনন্দে মাতিয়েছেন। সময়ের ব্যবধানে দুজন ভিন্ন দেশের ভিন্ন ক্লাবে খেলার কারণে মুখোমুখি লড়াইয়ের দরজা কার্যত বন্ধ বললেই চলে। তবুও লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদোর দ্বৈরথ দেখার সুযোগ পাচ্ছেন ফুটবল পাগল ভক্তরা।

ক্লাব পর্যায়ের প্রীতি ম্যাচে মাঠে নামছেন মেসি-রোনালদো। রিয়াদ অলর স্টার্স একাদশের বিপক্ষে লড়বে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি। রিয়াদের একাদশ গড়া হচ্ছে সৌদির দুই শীর্ষ ক্লাব আল নাসের ও আল হিলালের ফুটবলার দিয়ে।

রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাত ১১টায় মুখোমুখি হবে রিয়াদ একাদশ-পিএসজি। খেলাটি সরাসরি দেখা যাবে বেইন স্পোর্টস ও ইয়াসিন টিভিতে।

এই মৌসুমেই ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আল নাসেরে যাওয়া রোনালদোর অভিষেক হতে যাচ্ছে আজ। দুই বছরেরও বেশি সময় পর মুখোমুখি হতে যাচ্ছেন বর্তমান বিশ্বের সেরা দুই ফুটবলার।

সবশেষ তারা লড়েছিলেন ২০২০ সালের ডিসেম্বরে, চ্যাম্পিয়ন্স লিগে। আল নাসের চ্যাম্পিয়ন্স লিগে না থাকার কারণে মূলত মেসির সঙ্গে রোনালদোর মুখোমুখি লড়াই কার্যত বন্ধ। প্রীতি ম্যাচের কারণে এত বছর পর দুই মহাতারকার লড়াই ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে।

সবকিছু ঠিকঠাক থাকলে ২০১৮ সালে জুভেন্টাসে যোগ দেওয়ার পর মাঠের লড়াইয়ে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর এটাই হবে প্রথম পুনর্মিলন।

বার্সেলোনা ও জুভেন্টাস দু’দলই নকআউট পর্বে ইতোমধ্যে পা রেখেছে। তবে এ ম্যাচের ফলের ওপর নির্ভর করছে ‘জি’ গ্রুপ সেরা কে হচ্ছে- বার্সা নাকি জুভেন্টাস।

মাঠে বসে খেলা দেখতে পারবেন ৬৮ হাজার দর্শক। কিন্তু এই ম্যাচে টিকিটের আবেদন এসেছে ২৫ লাখেরও বেশি। এ ছাড়া একটি টিকিট বিক্রি হয়েছে প্রায় ২৭ কোটি টাকায়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন