রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) সেকশন অফিসার (সংস্থাপন-১) মো. রাকিব হোসাইনকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যোগদানের সাত মাস পরও পুলিশ ভেরিফিকেশন পত্র জমা না দেওয়া এবং অস্ত্রবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে বরখাস্ত করা হয়।গত ৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে স্মারক নং- রাবিপ্রবি/সংস্থাপন-১/নিয়োগ-৬(অনলাইন)/৪৬/২০২০/৫৬ পত্রের মাধ্যমে এই বরখাস্তের আদেশ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত ওই পত্রে উল্লেখ করা হয়, রাকিব হোসাইন ২৭ জুন ২০২৪ সালে সেকশন অফিসার পদে যোগদান করলেও তার পুলিশ ভেরিফিকেশন এখনো সম্পন্ন হয়নি।বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র জানিয়েছে, তিনি যোগদানের পরেও পুলিশের ভেরিফিকেশন ফরম পূরণ করে জমা দেননি। এ ছাড়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।সম্প্রতি বিভিন্ন সংবাদপত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে অস্ত্রধারী ক্যাডার ও সন্ত্রাসী হিসেবে সংবাদ প্রকাশিত হয়, যা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়। এর পরিপ্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয় এবং বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান বলেন, "আমরা ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।" এদিকে, রাকিব হোসাইনের বিরুদ্ধে অতীতেও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ২০১৮ সালের ২৯ জুলাই হাটহাজারী মডেল থানা পুলিশ তাকে অস্ত্র ও ডাকাতি মামলায় গ্রেপ্তার করেছিল। তিনি প্রয়াত মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী ছিলেন এবং পরবর্তীতে সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের গ্রুপে যোগ দেন বলে জানাগেছে।