রামগড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৫২ হাজার টাকা জরিমানা


খাগড়াছড়ির রামগড়ে ভোক্তা অধিকার সংরক্ষণ বিভাগ আকস্মিক অভিযান চালিয়ে চারটি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ৫২ হাজার টাকা জরিমানা করেছে। ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা, বিএসটিআইয়ের অনুমোদনহীন নিম্মমানের প্রসাধনী সামগ্রী বিক্রি এবং অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার বিক্রি ইত্যাদির অপরাধে ঐ প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন হারে এ জরিমানা আদায় করা হয়।
বুধবার (৫ জুন) খাগড়াছড়ি জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন সুলতানা রামগড় বাজারে এ অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, অভিযান পরিচালনাকালে বিএসটিআই অনুমোদনহীন নিম্মমানের প্রসাধনী সামগ্রী বিক্রি করার অপরাধে রৃপকথা কসমেটিকসের মালিককে ২০ হাজার টাকা ও হৃদয় কসমেটিকসের মালিককে দুই হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রির অপরাধে খালেক হোটেল মালিককে ১০ হাজার টাকা, ফ্রিজে মেয়াদউত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে জাহাঙ্গীর মেডিকেলের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন সুলতানা আরও বলেন, ভোক্তার স্বার্থ রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।

















