রামগড়ের প্রত্যন্ত অঞ্চলে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ


জিওসি ২৪ ডিভিশন এর পক্ষ থেকে সিন্দুকছড়ি গুইমারা সাবধান এর উদ্যোগে রামগড় এবং এর পার্শ্ববর্তী অঞ্চলে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) রামগড় নাকাপা নাবাঙ্গা মহাবুবনগর সহ রামগড়ের প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত দুস্থ অসহায় মানুষের বাড়িতে গুইমারা সাব জোন কমান্ডার মেজর জুনায়েদ কবীর এর নেতৃত্বে ইফতারের পূর্বে খাদ্য ও ত্রাণ পৌঁছে দেওয়া হয়। কারণ, করোনার এ দুর্যোগ সময় মানুষ যেন ঠিকমতো ইফতার করতে পারেন। ত্রাণের মধ্যে ছিল চাল, ডাল, আটা, তেল, চিনি এবং সাবান।
মেজর জুনায়েদ এর নেতৃত্বে সেনাবাহিনীর এই ত্রাণ সরবরাহকারী দলটি প্রত্যন্ত অঞ্চলে সবচেয়ে গরিব এবং দুস্থ মানুষজনকে খুঁজে বের করেন এবং তাদের বাসা পর্যন্ত ত্রাণের বস্তা কাঁধে বেয়ে তা তাদের হাতে পৌঁছানো নিশ্চিত করেন।
এ সময় মেজর জুনায়েদ এর সাথে ছিলেন এসিল্যান্ড সজীব কান্তি, লেফটেন্যান্ট সাদ ও ওয়ারেন্ট অফিসার সাইফুল।