রামগড়ে আকস্মিক ঘূর্ণি হাওয়ায় উড়ে গেছে ২টি ঘর!


রামগড়ে শান্ত স্বাভাবিক আবহাওয়ার মধ্যে আকস্মিকভাবে আসা ঘূর্ণি হাওয়ায় দুমড়ে মুছড়ে উড়ে গেছে দুটি ঘর। বুধবার(১০ জুলাই) দুপুরে সংঘটিত এ ঘটনা হতবাক করে গ্রামবাসিদের।
জানাযায়, রামগড় পৌরসভার পূর্ব চৌধুরিপাড়ায় বুধবার বেলা ১টার দিকে হঠাৎ তীব্র গতিতে ধেয়ে আসে প্রচণ্ড ঘূর্ণি বায়ু। আলা উদ্দিন ও নাজিম উদ্দিনের দুটি টিনের ঘর চোখেরপলকেই দুমড়ে মুচড়ে উড়িয়ে নিয়ে যায়।
এ সময় বাড়িতে থাকা পরিবারের সদস্যরা আতঙ্কে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যান তারা। এ সময় ঘরের বাহিরে অবস্থান করায় কেউ হতাহত হননি। খবর পেয়ে আশেপাশের লোকজন ছুটে আসেন ক্ষতিগ্রস্ত বাড়িতে।
রামগড় উপজেলা নির্বাহি অফিসার উম্মে ইসরাত ও রামগড় পৌরসভার মেয়র মো. শাহ জাহান কাজী রিপন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মো. আব্দুল হান্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) রিযাদ হোসেন, মহিলা কাউন্সিলর কনিকা বড়ুয়াসহ স্থানীয় জনপ্রতিনিধি ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেন। পৌর মেযর তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেককে নগদ ৫ হাজার করে আর্থিক সাহায্য দেন।
পিআইও রিয়াদ হোসেন জানান, ক্ষতিগ্রস্ত পরিবারদের উপজেলা পরিষদ থেকে সহায়তা প্রদানের প্রক্রিয়া করা হচ্ছে।