রামগড়ে উপজেলা শিক্ষা কর্মকর্তার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
খাগড়াছড়ির রামগড়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ নাসির উদ্দিনের চাকুরি থেকে অবসরজনিত কারণে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির রামগড় শাখার উদোগে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারি শিক্ষক সমিতির রামগড় শাখার সভাপতি মোঃ আবুল কাশেম। প্রধান অতিথি ছিলেন বিদায়ী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ আবু ইউছুপ, উম্রাচিং চৌধুরী, সহকারি শিক্ষক সমিতির রামগড় শাখার সাধারণ সম্পাদক মোঃ ইয়াকুব।
বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ নিজাম উদ্দিন লাভলু, সহকারি শিক্ষক সমিতির রামগড় শাখার সহ সভাপতি মোঃ শাহ আলম, প্রাক্তণ শিক্ষক সুলতান আহমদ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক মোঃ আলী আকবর আজাদ।
সহকারি শিক্ষক সমিতির পক্ষ থেকে পুষ্পমাল্য ও ক্রেস্ট দিয়ে বিদায়ী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ নাসিরউদ্দিনকে সংবর্ধিত করা হয়।