রামগড়ে পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্পের দু:স্থ শিশুদের মাঝে ছাতা বিতরণ
খাগড়াছড়ির রামগড়ে পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্পের আওতাভুক্ত নিবন্ধিত দু:স্থ শিশুদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে এ ছাতা বিতরণ করা হয়। কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় প্রকল্পটি পরিচালিত হচ্ছে। রামগড়ের দারোগাপাড়স্থ ব্যাপ্টিষ্ট চার্চে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ ত্রিপুরা।
ফিলিমন হালদারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্থানীয় পৌর কাউন্সিলর মো: আবুল কাশেম, মহিলা কাউন্সিলর আনোয়ারা বেগম, সাংবাদিক বেলাল হোসেন।
অনুষ্ঠান পরিচালনা করেন পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প রামগড় বিডি-০৫১৫ এর ব্যবস্থাপক এম. বীরকল বৈদ্য। ছাতা বিতরণ অনুষ্ঠানে নৃত্য ও সংগীত পরিবেশ করে প্রকল্পের শিশু শিল্পীরা।