রামগড়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
খাগড়াছড়ির রামগড়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক মোহাম্মদ শামীম (১৬) নিহত হয়েছে।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার পাতাছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সোনারখিল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফটিকছড়ির ভুজপুরের দাঁতমারা এলাকার মো. ফরিদ মিয়ার ছেলে বলে জানা গেছে।
জানা যায়, সকাল ৯টার দিকে উপজেলার পাতাছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সোনারখিল নামক এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনায় ঘটে। এতে চালক মোহাম্মদ শামীম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবপ্রিয় দাস দুর্ঘটনায় নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে।
ঘটনাপ্রবাহ: চালক নিহত, রামগড়, সড়ক দুর্ঘটনা
Facebook Comment