রামুতে ১৫ লাখ টাকার বার্মিজ সিগারেট জব্দ, আটক ৫

fec-image

কক্সবাজারের রামুতে ১৫ লাখ টাকার বার্মিজ সিগারেটসহ ৫ জনকে করেছে রামু থানা পুলিশ। এসময় পাচারে ব্যবহৃত একটি নোহা গাড়ি আটক করা হয়।

রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১২ টার দিকে রামু থানার পুলিশ উপ-পরিদর্শক ইয়াসিনের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার জোয়ারিয়ানালা এইচ এম সাঁচি উচ্চ বিদ্যালয়ের সামনে কক্সবাজার-চট্টগ্রাম হাইওয়ে হতে তাদের আটক করে।

আটককৃত পাঁচজনের মধ্যে একজন রামু ও চারজন লোহাগাড়া উপজেলার বাসিন্দা।

আটককৃতরা হলেন- রামুর কাউয়ারখোপ ইউনিয়নের ফুলনিরচর এলাকার বাসিন্দা মৃত নুরুল আমিনের ছেলে সাইফুর রহমান সুজন, লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের (৮ নং ওয়ার্ড) ছৈয়দ পাড়া এলাকার গোলাম মোহাম্মদের পুত্র মো. মাহফুজ(২৪), (৬ নং ওয়ার্ড) ছগিরা পাড়া এলাকার মৃত ছিদ্দিক আহমদের পুত্র মোহাম্মদ আরিফ (২০), (৪নং ওয়ার্ড) বদুর পাড়া এলাকার নুরুল হকের পুত্র আব্দুল্লাহ আল মামুন (২৬) এবং একই ইউনিয়নের (৮ নং ওয়ার্ড) চাদাঁরপাড়া এলাকার মৃত আব্দুল হাকিমের পুত্র আকতার হোছেন (২৭) বলে জানা যায়।

রামু থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আবু তাহের দেওয়ান জানান, সীমান্ত হতে অবৈধ পন্থায় রাজস্ব ফাঁকি দিয়ে চোরাই পথে বার্মিজ সিগারেট এর একটি বড় চালান রামু হতে লোহাগাড়া যাচ্ছিল, এমন একটি গোপন তথ্যের ভিত্তিতে রামু থানা পুলিশ অভিযান চালিয়ে নোহাগাড়ি ভর্তি ১৮ কার্টুন বার্মিজ সিগারেটসহ ৫ জনকে আটক করা হয়।

তিনি আরো জানান, আটক আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হবে। চোরাচালান প্রতিরোধ ও অবৈধ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে রামু থানা পুলিশের কর্ম তৎপরতা কঠোরভাবে অব্যাহত রেখেছে।

এদিকের আসামি সাইফুর রহমান সুজনের বিরুদ্ধে নারী নির্যাতন, মাদক, অবৈধ চোরাচালানসহ বিভিন্ন মামলা রয়েছে। বর্তমানে নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে সিংহভাগ গরু চোরাচালান ব্যবসা তার নেতৃত্বেই নিয়ন্ত্রণ হচ্ছে। সম্প্রতি বার্মিজ সিগারেট আটকের আরো একটি মামলায় আসামি হয়ে পলাতক ছিলেন সুজন। ইতিপূর্বে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক হয়ে দীর্ঘদিন হাজতবাসও করেন তিনি ।

এদিকে আটক সুজনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে অবৈধ চোরাচালান ব্যবসার মুলহোতাদের মুখোশ উন্মোচন করে কাদেরকে আইনের আওতায় আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে রামুর সচেতন মহল।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আটক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন