রামুতে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

fec-image

কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা হাজী মোহাম্মদ সাঁচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক সিকদারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে শিক্ষার্থীরা।

রোববার (১৮ আগস্ট) সকালে বিদ্যালয়ের মাঠে এ বিক্ষোভ সমাবেশ করে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয় জনসাধারণ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, প্রধান শিক্ষক আজিজুল হক সিকদার ২০১০ সালে বিদ্যালয়ে যোগদানের পর থেকে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা এবং লেজুড়বৃত্তিক রাজনীতির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে আসছে। ইতিপূর্বে পরপর ৩টি ব্যবস্থাপনা কমিটির কাছে এ প্রধান শিক্ষকের আর্থিক অনিয়ম প্রমাণিত হয়েছে। এরই প্রেক্ষিতে ২০১৮ সালে আত্মসাৎকৃত ১ লাখ ১৩ হাজার ৭০০ টাকা বিদ্যালয়ে তহবিলে ফেরত দিতে বাধ্য হন। ওইসময় শিক্ষক-শিক্ষার্থীরা দুর্নীতির দায়ে পদত্যাগের দাবি উঠলে প্রধান শিক্ষক আজিজুল হক সিকদার ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়মের পুনারাবৃত্তি ঘটবে না বলে মৌখিক অঙ্গীকার করে স্বপদে বহাল থাকেন।

পরবর্তীতে প্রধান শিক্ষক কৌশল পরিবর্তন করে ফ্যাসিবাদী সরকারের রাজনৈতিক নেতৃবৃন্দের সহায়তায় প্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষকসহ সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন খাতে শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত ফি এর চেয়ে অতিরিক্ত অর্থ বিনা রশিদে আদায়সহ নানা অনিয়মে চালিয়ে আসছে।

বিগত ৬ বছর ধরে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ এবং শিক্ষার মান প্রশ্নবিদ্ধ হলে ছাত্রছাত্রী ও এলাকাবাসী প্রধান শিক্ষক আজিজুল হক সিকদারের পদত্যাগসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আসছিলো। কিন্তু তৎকালীন সরকারের ক্ষমতাধর জনপ্রতিনিধির ছত্রছায়ায় প্রধান শিক্ষক নির্বিঘ্নে নিজের অপকর্ম চালিয়ে যাওয়ার সুযোগ পায়।

শিক্ষার্থীরা বলেন- প্রধান শিক্ষক কখনো শ্রেণি কক্ষে পাঠদান কারান না। তার বিরুদ্ধে শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে অশালীন আচরণ করা, বিশেষ কোচিং এর নামে বাণিজ্য, উপবৃত্তি প্রাপ্য শিক্ষার্থী নির্বাচনে স্বেচ্ছাচারিতা এবং পারস্পরিক যোগসাজশে ভুয়া বিল-ভাউচার করে বিদ্যালয় তহবিলের বিপুল পরিমাণ অর্থ লুটপাটের গুরুতর অভিযোগ রয়েছে। এসব অনিয়ম নিয়ে এলাকার কেউ প্রতিবাদ করলে তাকে উলটো রাজনৈতিক নেতাদের দিয়ে হুমকি-ধামকি ও নানাভাবে হয়রানি করা হতো।

সমাবেশে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের, গণদাবি আমলে নিয়ে অবিলম্বে প্রধান শিক্ষকের পদত্যাগ সুনিশ্চিত, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানান। এসব কর্মসূচিতে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী, অভিভাবক এবং জোয়ারিয়ানালার সর্বস্তরের জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তবে ওইদিন প্রধান শিক্ষক বিদ্যালয়ে যাননি।

এ ব্যাপারে জানতে চাইলে জোয়ারিয়ানালা হাজী মোহাম্মদ সাঁচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক সিকদার জানান- অযৌক্তিক কারণে তিনি পদত্যাগ করবেন না। অডিট করে তার বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পেলে তিনি যে কোন নিয়মতান্ত্রিক শাস্তি মেনে নেবেন। বর্তমানে তিনি অসুস্থ। এ কারণে তিনি ৭দিনের ছুটি নিয়েছেন। তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির বিষয়টি সত্য নয়। ব্যক্তি আক্রোশে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন