রোনালদো-জর্জিনা বিচ্ছেদ নিয়ে নতুন জল্পনা
ক্রিশ্চিয়ানো রোনালদো এবং জর্জিনা রদ্রিগেসের মধ্যে সম্পর্ক এখন আর ঠিক নেই। ইতোমধ্যে প্রকাশ্যে আসছে বিচ্ছেদের গুঞ্জন। এর মধ্যেই নতুন তথ্য প্রকাশ করেছে একটি ওয়েবসাইট, যা জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। ওই ওয়েবসাইটের দাবি, বাড়িতে জর্জিনার জন্য একাধিক বিধিনিষেধ রেখেছেন রোনালদো, যাতে একেবারেই খুশি নন জর্জিনা।
এখন নয়, ছয় বছর আগে থেকেই একটি নিয়ম করে রেখেছেন রোনালদো। তা হলো, বাড়িতে কোনো পার্টির আয়োজন করতে পারবেন না জর্জিনা। ছয় বছর আগে বার্সেলোনার বিরুদ্ধে একটি ম্যাচে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। তখন রিয়ালে খেলতেন রোনালদো। ম্যাচের দিন রাতে মাদ্রিদের বাড়িতে পার্টি রেখেছিলেন জর্জিনা। রিয়ালের জয়ের ব্যাপারে এতটাই আত্মবিশ্বাসী ছিলেন তিনি।
কিন্তু ঘটনা অন্য দিকে মোড় নেয়। ওই ম্যাচে রিয়াল ২-৩ হারে বার্সেলোনার কাছে। জোড়া গোল করেন মেসি। তার মধ্যে অতিরিক্ত সময়ে করা জয়সূচক গোল রয়েছে। রোনালদো ওই ম্যাচের পর প্রচণ্ড বিরক্ত ছিলেন। বাড়ি ফিরে তাকে পার্টি করতে দেখে আরো বিরক্ত হন। সেই পার্টিতে অংশ নেননি তিনি। পরে জর্জিনাকে বলে দেন ম্যাচের পর কোনো দিন বাড়িতে পার্টি না রাখতে।
জর্জিনা তাতে খুশি হননি। এখন বিচ্ছেদের জল্পনার মাঝে অতীতের ওই অধ্যায় আবার প্রকাশ্যে এসেছে। সূত্র : আনন্দবাজার পত্রিকা