রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের মিয়ানমার বিষয়ক দূত

fec-image

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত নোয়েলিন হেজার।

মঙ্গলবার (২৩ আগস্ট) বেলা ১১টায় উখিয়ার কুতুপালং মেগা ৪নং রোহিঙ্গা ক্যাম্পের বিশ্ব খাদ্য সংস্থা পরিচালিত ই-ভাউচার সেন্টার পরিদর্শন করেন তিনি।

একই সাথে ক্যাম্পে পরিচালিত জাতিসংঘের অন্যান্য সংস্থার কার্যক্রম পর্যেবক্ষণের পাশাপাশি রোহিঙ্গা যুবক, নারী, শিক্ষক ও অভিভাবকদের সাথে মতবিনিময় করবেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত।

নোয়েলিন হেজারের এ সফর নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে সাংবাদিকদের সাথে কথা বলেন ইউএনএইচসিআর-এর মুখপাত্র পোর্টিলা রেজিনা। তিনি জানান, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে কাজ করছে জাতিসংঘ। যা নোয়েলিন হেজারের সফরে গুরুত্ব পাচ্ছে।

এসময় অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দোজাসহ সংশ্লিষ্ট সফরসঙ্গীরা হেজারের সাথে ছিলেন। পরিদর্শন শেষে বিকেলে কক্সবাজার ফিরে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন নোয়েলিন হেজার।

সোমবার চারদিনের সফরে ঢাকায় পৌঁছান তিনি। বিশ্লেষকরা বলছেন তার এ সফর রোহিঙ্গা ইস্যুতে বিশেষ গুরুত্ব বহন করছে। মহাসচিবের দূত হিসেবে নিয়োগের পর গেলো সপ্তাহে প্রথমবারের মতো মিয়ানমার সফরের পরপরই তিনি বাংলাদেশে আসেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: মিয়ানমার বিষয়ক দূত, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন