লংগদু জোনকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে মারিশ্যা জোন
খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টে প্রথম সেমি ফাইনালে লংগদু জোনকে ৩-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে মারিশ্যা জোন।
শনিবার বিকালে খাগড়াছড়ি স্টেডিয়ামে টান টান উত্তেজনার মধ্য দিয়ে মারিশ্যা জোন ও লংগদ জোনের অনুষ্ঠিত হয়।
প্রথমার্থে খেলা ১-১ গোলে সমতা ছিল।
দ্বিতীয়ার্থে মারিশ্যা আরো দুটি গোল করে। খেলা উপভোগ করতে আজ বিপুল সংখক দর্শক স্টেডিয়ামে উপস্থিত হয়।
আগামীকাল রবিবার বিকালে খাগড়াছড়ি স্টেডিয়ামে মহালছড়ি জোন ও দীঘিনালা জোনের মধ্যে দ্বিতীয় সেমি ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে। ৩ ডিসেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হবে কাঙ্খিত ফাইনাল খেলা।
ঐ দিন অনূধর্ব ২০ দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক আসিফ ভূইয়া ও সাফ জয়ী কৃতি নারী ফুটবলার মণিকা চাকমাকে সংবর্দনা দেওয়া হবে।
গত ২৩ নভেম্বর “গোষ্ঠী-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশ গড়ি,সম্প্রীতির খাগড়াছড়ি” এ শ্লোগানকে সামনে রেখে সেনাবাহিনী স্থানীয় যুবকদের ক্রীড়ার মাধ্যমে সন্ত্রাস ও মাদক মুক্ত যুব সমাজ তৈরীর লক্ষ্যে খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুনামেন্টের শুরু হয়।
খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টে দেশের অন্যতম স্যাটেলাইট চ্যানেল শ্যামল বাংলা মিডিয়া লিমিটেডের বাংলাভিশন মিডিয়া পার্টনার।