লক্ষ্মীছড়িতে কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
লক্ষ্মীছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি আরসি এইচসি আইবি(কমিউনিটি ক্লিনিক প্রকল্প) ও উপজেলায় স্বাস্থ্য কমপ্লে´ের যৌথ উদ্যোগে কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠাবাষিকী পালন করা হয়েছে। গত ৭ মে এ উপলক্ষে এক র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মিজানুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শওকত ওসমান ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেবি রানী বসু।
এছাড়াও দুল্যাতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অংগ্যজাই মার্মা, সাবেক বর্মাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নীলবর্ন চাকমা বক্তব্য রাখেন। উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মো: দেলোয়ার হোসেন অনুষ্ঠান পরিচালনা করেন। এর আগে একটি র্যালি বের করা হয়।