লেবুছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচারকালে চাল জব্দ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ৫০ নম্বর সীমান্ত পিলারের লেবুছড়ি বাহিরমাঠ সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচারকালে চাল জব্দ করে বিজিবির সদস্যরা।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নাইক্ষ্যংছড়ি ১১-বিজিবির অধীনস্থ লেম্বুছড়ি বিওপির হাবিলদার মো. আসাদুল হকের নেতৃত্বে টহল দলটি বাংলাদেশের অভ্যন্তরে এবং বিওপি থেকে মালিকবিহীন ৭০ কেজি বাংলাদেশী আতপ চাল জব্দ করা হয়।
উল্লেখ্য যে, উদ্ধারকৃত চাউল ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে মিয়ানমারের রাখাইন রাজ্যে বিদ্রোহী গ্রুপ আরকান আর্মি ও সে দেশের সরকারী বাহিনীর সাথে চলমান যুদ্ধে খাবার বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদশ থেকে বিভিন্ন প্রকার খাদ্য ও মালালাল পাচার হয়ে আসছে।
বিষয়টি ১১-বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাহল আহমদ নোবেল নিশ্চিত করেন।