শান্তি চুক্তি উদ্যাপন উপলক্ষ্যে মাটিরাঙ্গায় মানবিক সহায়তা প্রদান
পার্বত্য চুক্তি স্বাক্ষরের ২৭তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে বিশেষ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে মাটিরাঙ্গা জোন।
সোমবার (২ ডিসেম্বর) সকালে মাটিরাঙ্গা জোন সদর দপ্তরে আয়োজিত এ কার্যক্রমে সহায়তা প্রদান করেন জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান, পিএসসি।
সহায়তার মধ্যে কন্যা দায়গ্রন্থ মাতাকে কন্যার ভর্তির ফরম ফিলাপ করার জন্য ৫০ হাজার টাকাআর্থিক অনুদান,কবুতরছড়া জামে মসজিদে ৫ বান ঢেউটিন , মাটিরাঙ্গা থিয়েটারে সাংষ্কৃতি/সংগীত সরঞ্জাম ও জুন-ডিসেম্বর ২০২৪ এর মধ্যবর্তী পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ ও থিয়েটারের এরিয়া স্থাপন এবং অসহায় হতদরিদ্র শীতার্তদের মাঝে ১০০টি কম্বল বিতরণ,বাইল্যাছড়ি স্কুল মাঠে,স্থানীয় মোট ৬২৪ জন পাহাড়ি ও বাঙালিদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা করেন গুইমারা সিএমএইচ এর মেডিসিন বিশেষজ্ঞ ক্যাপ্টেন সুমাইয়া রহমান, এএমসি এবং মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক রুপন।
চিকিৎসা কার্যক্রম পরিদর্শন ও সেবা গ্রহণকারীদের সাথে কুশল বিনিময় কালে জোন কমান্ডার বলেন,বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে মানুষের পাশে আছে। মানুষের একমাত্র আস্থাও গৌরবের প্রতীক হিসাবে আগামীতেও এধরণের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে কলে জানান তিনি।
এসময় পদস্ত সামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এছাড়া চিকিৎসা কার্যক্রমে গুইমারা সিএমএইচের মেডিসিন বিশেষজ্ঞ ক্যাপ্টেন সুমাইয়া রহমান, এএমসি এবং মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. রুপন অংশগ্রহণ করেন। জোন কমান্ডার চিকিৎসা কার্যক্রম পরিদর্শনকালে জানান, বাংলাদেশ সেনাবাহিনী মানুষের আস্থার প্রতীক হিসেবে মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।
প্রীতি ফুটবল ম্যাচ:
বিকেলে মাটিরাঙ্গা জোনের তত্ত্বাবধানে গুইমারা রিজিয়নের পৃষ্ঠপোষকতায় শান্তি চুক্তি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। এতে রিজিয়ন একাদশ ও মানিকছড়ি একাদশ মুখোমুখি হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম।