শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পানছড়িতে বিজিবির মতবিনিময় সভা

fec-image

আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এবং লোগাং জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. মফিজুর রহমান ভূূঁইয়া।

মঙ্গলবার (১ অক্টোবর) সকাল দশটায় লোগাং জোন সদর দপ্তরে এই সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১০টি পূজামণ্ডপের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা প্রতিনিধিগণ অংশ নেন।

সভায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

পূজা উদযাপনকালীন সময়ে বিজিবির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে জোন অধিনায়ক সকলকে আশস্থ করেন। এলাকার শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কথা বলেন। সবাইকে শারদীয় দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে নির্ভয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পূজা উদযাপন করার আহ্বান জানান তিনি। এ সময় প্রতিটি মণ্ডপের জন্য বিজিবির পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন