শুভর মৃত্যুর জন্য দায়ী ঘাতক চালককে গ্রেফতার ও ক্ষতি পূরণ দাবি করেছে চবি’র পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
গত ২১মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টেশন সংলগ্ন প্রধান সড়কে বেসরকারী মিনি বাস (তরী) এসে সিএসজি চালিত অটো রিক্সায় মুখোমুখী চাপা দিলে নিহত হন খাগড়াছড়ি পার্বত্য জেলার গরীব ও মেধাবী ছাত্র ফজলে মাওলা শুভ। শুভ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের ১ম বর্ষের ছাত্র এবং পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার বাণিজ্য অনুষদের অর্থ সম্পাদক। ঘাতক চালক ও গাড়ির মালিককে আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষেদ, চবি শাখার সভাপতি মো: সারোয়ার জাহান খান। তিনি প্রশাসনের ঘাতক চালক ও মালিকের গ্রেফতারসহ সকল শিক্ষার্থীর নিরাপত্তার জন্য ৫ দফা দাবী জানান।
দাবীগুলো হল- ১.নিহতের পরিবারকে ২০ লক্ষ এবং আহতেদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। ২.শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত এ্যাম্বুলেন্স এর ব্যবস্থা করতে হবে। ৩.বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সেন্টারে অভিজ্ঞ ডাক্তার নিয়োগ ও উন্নত যন্ত্রপাতি সরবরাহ করতে হবে। ৪.শাটল ট্রেনে বগি বৃদ্ধি এবং স্টেশন হতে ১নং গেইট পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক পর্যাপ্ত পরিমাণ বাস চালু করতে হবে। ৫.বিশ্ববিদ্যালয় গামী ৩নং বেসরকারী মিনিবাসের (তরী) সকল চালককে বৈধ লাইসেন্স ও গাড়ির ফিটনেন্স নিশ্চত করতে হবে।
আগামী ২৪ ঘন্টার মধ্যে ঘাতক চালক ও মালিক না করা হলে পার্বত্য এলাকায় অবরোধসহ কঠোর কর্মসূচী ঘোষণা করবে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ, চবি শাখা।