শেখ হাসিনার কল্যাণে দেশে কেউ গৃহহীন থাকবে না: মংশুইপ্রু

fec-image

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংশুইপ্রু চৌধুরী অপু বলেছেন, মানবতার জননী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে দেশে একজনও ভূমিহীন বা গৃহহীন থাকবে না।

রবিবার (২০ জুন) সকালে রামগড় উপজেলা অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপজেলার ৯১টিসহ সাড়া দেশে ৫৩ হাজার ৩শ ৪০টি পরিবারের মাঝে একযোগে গৃহ হস্তান্তরের উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান এ কথা বলেন। রামগড় উপজেলা প্রশাসনের আয়োজিত হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মু, মাহমুদ উল্লাহ মারুফ ।

প্রধান অতিথির বক্তব্যে মংসুইপ্রু চৌধুরী অপু আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাই বছরের প্রথমদিন শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিচ্ছেন। সরকারি অর্থায়নে সারা দেশে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণের মত নজীর বিহীন প্রকল্প বাস্তবায়ন হয়েছে।

তিনি বলেন, ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত দেশের তালিকায় নিয়ে যাওয়ার প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে দলমত নির্বিশেষে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. মাহমুদ উল্লাহ মারুফ তার বক্তব্যে বলেন, রামগড় উপজেলার দুই ইউনিয়নের প্রত্যন্ত এলাকা দাঁতারাম পাড়া, বুদুংছড়া, মধুপুর, ব্রতচন্দ্রপাড়া, সোনাইআগা, লামকু, পাড়া, লাচাড়ি পাড়া বৈদ্যপাড়া প্রভৃতি এলাকায় ৯১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদান করা হয়েছে। তিনি প্রধানমন্ত্রীর এই মানবিক উদ্যোগ কাজে লাগিয়ে সুবিধাভোগীরা আত্মনির্ভর হতে পারবেন বলে আশাপ্রকাশ করেন।

উপজেলা ত্রান ও পুনবাসন কর্মকর্তা মো. মনসুর আলী বলেন, ১ম ও ২য় পর্যায়ে রামগড় উপজেলায় মোট ১৯৩টি গৃহহীন পরিবারকে গৃহ প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান, ১নং ইউ পি চেয়ারম্যান শাহ আলম মজুমদার, ২নং ইউপি চেয়ারম্যান মনিন্দ্র ত্রিপুরা, মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান , উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. মোস্তফা হোসেন, সাধারণ সম্পাদক কাজী মো. নুরুল আলম, পৌর আওয়ামী লীগ সভাপতি রফিকুল আলম কামালসহ, উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ জনপ্রতিনিধি, বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তা ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন