সংবাদ প্রকাশের জেরে কুতুবদিয়ায় সাংবাদিকের বিরুদ্ধে মামলার চেষ্টা
কক্সবাজারের কুতুবদিয়ায় মা-বোনকে মেরে তাড়িয়ে দেয়ার অভিযোগে বখাটে ছেলে ইব্রাহিম মনিরের বিরুদ্ধে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনার জের ধরে সাংবাদিককে বিরুদ্ধে মামলার করার চেষ্টার করে ইব্রাহিম মনির।
সোমবার (৩০ সেপ্টেম্বর) কুতুবদিয়া জুডিশিয়াল আদালতে তার স্ত্রীকে বাদী করে মামলাটি করার চেষ্টা করা হয়।
লেমশীখালী বশির উল্লাহ সিকদার পাড়ার জয়নাব বেগম বলেন, ছেলে ইব্রাহিম মনির তার মেয়েসহ বাড়ি থেকে বের করে দিলে থানায় মামলা করি। আটক হয়ে জেল থেকে ছাড়া পেয়ে মা-বোনের বিরুদ্ধে গণমাধ্যমে মিথ্যা অপপ্রচারে লিপ্ত হয়।
তিনি আরো বলেন, ছেলের বউয়ের বাচ্চা নষ্ট হয়েছে বলে মামলায় জড়ানোর অপচেষ্টা চালায়। অথচ তার ছেলের বউয়ের গর্ভ পরীক্ষার রেজাল্ট ২ বার নেগেটিভ ছিল গত ২৮ আগস্ট ও ১০ সেপ্টেম্বর। ১৫ সেপ্টেম্বর বাচ্চা নষ্ট হবার কাহিনী সাজানো।
এ ব্যাপারে সাংবাদিক এম.এ মান্নান বলেন, ভিন্ন একটি পারিবারিক ঘটনার জের ধরে আমার সম্মানহানির লক্ষ্যে ইব্রাহিম মনির ও তার ভগ্নিপতি মিজবাহ উদ্দিন উঠে পড়ে লেগেছে। বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে। মানক্ষুন্ন ও মামলায় জড়ানোয় তিনি সাইবার ট্রাইবুনালে মামলা করবেন বলে জানান।
কুতুবদিয়া জুডিশিয়াল আদালতের আইনজীবী আইয়ুব হোছাইন বলেন, জয়নাব বেগমের ছেলে ইব্রাহিম তার স্ত্রীকে দিয়ে সোমবার সিনিয়র সাংবাদিক এম.এ মান্নানসহ ৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা জমা দিলেও সেটির উপযুক্তত তথ্য প্রমাণ না থাকায় বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দরখাস্তটি ফেরত দেন।