সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ভুমিকা পালনের অঙ্গীকার নাইক্ষ্যংছড়ি থানার নবাগত ইনচার্জের

fec-image

বান্দরবানের নাইক্ষ‌্যংছড়ি থানায় আইনগত সহায়তাসহ বিভিন্ন সেবামূলক কাজে আগত দর্শনার্থীদের বিশুদ্ধ পানি ও চা-নাস্তা দিয়ে আপ্যায়ন করার জন্য এক মহতি উদ্যোগ গ্রহণ করেছে থানা পুলিশের নবাগত অফিসার ইনচার্জ (ওসি)মুহাম্মদ আলমগীর হোসেন।

নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের এই ব্যতিক্রম উদ্যোগ ও আপ্যায়ন ঘরটিতে চা-নাস্তা ও বিশুদ্ধ পানি ব্যবস্থপনার শুভ উদ্বোধন করেন বান্দবানের সিনিয়র সহকারি পুলিশ সুপার লামা সার্কেল মোঃ রেজওয়ানুল ইসলাম।

এ উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, পুলিশ জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়ে জনকল্যাণ মুখি কাজ করতে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ এক ধাপ এগিয়ে গেল। এসময় তিনি নাইক্ষ্যংছড়ির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করে মাদক,
চোরাচালান ও পাহাড়ি জনপদে যে কোন সন্ত্রাসীদের বিরুদ্ধে আরও কঠোর ভুমিকা পালনের কথা বলেন।

ওসি মুহাম্মদ আলমগীর হোসেন বলেন, মাদক,সন্ত্রাস ও অপরাধ মুক্ত নাইক্ষ্যংছড়ি ঘোষণা করতে সকলের সহযোগীতা কমনার পাশাপাশি জনবান্ধব পুলিশ গঠনের জন্য এই উদ্যোগ গ্রহণ করেন।

এদিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলাে আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মোঃ শফিউল্লাহ, নাইক্ষ্যংছড়ি থানা’র ওসি সাহেবের ব্যতিক্রমি এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অফিসার ইনচার্জ, নাইক্ষ্যংছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন