সব দলের সমন্বয়ে অন্তবর্তী সরকারে আপত্তি নেই- প্রধানমন্ত্রী

হেফাজতকে অবরোধ প্রত্যাহারের আহবান হাসিনার

ডেস্ক নিউজ

সকল দলের প্রতিনিধিদের সমন্বয়ে একটি অন্তবর্তী সরকারে আপত্তি নেই প্রধানমন্ত্রীর। এ বিষয়ে সংলাপ হতে পারে। এ ছাড়া বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের সমাবেশ ও হেফাজতে ইসলামের অবরোধ স্থগিত করতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সন্ধ্যায় গণভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

১৮ দল ও হেফাযতের উদ্দেশে শেখ হাসিনা বলেন, সাভারে ভয়াবহ ভবনধসের পর এখন সেখানে উদ্ধার তৎপরতা চলছে। লোকজনকে হাসপাতালে আনা-নেয়া করা হচ্ছে। এ মুহূর্তে অবরোধ ও সমাবেশ করা হলে এ ধরনের কাজ বাধাগ্রস্ত হবে। তাই মানবিক কারণে আপনারা আপনাদের কর্মসূচি স্থগিত করুন।

হেফাযতের উদ্দেশে তিনি আরো বলেন, হেফাজতে ইসলাম সমাবেশের ডাক দিয়েছে। বিরোধী দল আহ্বানে সাড়া দিয়ে হরতাল প্রত্যাহার করলেও হেফাজত কিন্তু তাদের কর্মসূচি প্রত্যাহার করেনি। কর্মসূচির ব্যয় সাভারের হতাহতের দিলে আরও ভালো হয়।

এই উদ্ধারকাজ অত্যন্ত কঠিন ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই উদ্ধারকাজ অত্যন্ত কঠিন ছিল। সরকার প্রয়োজনীয় সব কিছু করছে। জীবিতদের উদ্ধারে ক্যামেরা ও ডগ স্কোয়াডও ব্যবহার করা হয়।

শেখ হাসিনা জানান, কোন রাজনৈতিক কর্মসূচি বন্ধ করতে বলবো না ‍তিনি। কারণ, সবার রাজনীতি করার অধিকার আছে। তিনি বলেন, কর্মসূচি পালন করতে গেলে উদ্ধারকাজে বাধা আসবে। অনেকে তাদের স্বজনদের খোঁজ করছেন এবং চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তাতেও বাধা সৃষ্টি হবে।

শর্ত দিয়ে সংলাপ হয় না উল্লেখ করে বিরোধী দলের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সব দলের প্রতিনিধিদের নিয়ে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার হতে পারে। তাতেও আমার আপত্তি নেই।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন