সানি লিওন দেড়কোটি রুপীতে
নিউজ ডেস্ক
ব্র্যান্ড এম্বাসেডর হওয়ার জন্য দেড় কোটি রুপী সম্মানী পাচ্ছেন পর্নো তারকা সানি লিওন। আর এই বিশাল অঙ্কের সম্মানীর জন্য নিজের আসন পাকা পোক্তই হচ্ছে বলে মনে করছেন এই তারকা।
‘লাইলা তেরি লে লেগি’ আইটেম গানটির কারণে তিনি বর্তমানে সব চেয়ে বেশি আলোচিত। সম্প্রতি একটি এনার্জি ড্রিংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দেড় কোটি রুপির চুক্তি সই করেছেন।
ব্র্যান্ডটির সঙ্গে চুক্তির বিষয়টি জি নিউজে প্রকাশিত হলেও বিজ্ঞাপনে কাজ করার জন্য বিপুল পরিমাণ দাবিকৃত অর্থ অদৌ পেয়েছেন কিনা সে বিষয়ে এখনো জানা যায় নি। সানি লিওন বলিউডে একটি আলোচিত এবং সমালোচিত নাম।
Facebook Comment