জেএসএস সংস্কার নেতা হত্যাকাণ্ডে

সাবেক চেয়ারম্যান বড় ঋষীকে প্রধান আসামি করে আবারও মামলা

fec-image

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় জেএসএস সংস্কার-এর জোড়া নেতা হত্যাকাণ্ডের ঘটনায় বাঘাইছড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান ও সন্তু গ্রুপ নেতৃত্বাধীন জেএসএস’র নেতা বড় ঋষী চাকমাকে প্রধান আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দিনগত রাতে মামলাটি করেন নিহত রিপেল চাকমার স্ত্রী জোসি চাকমা।

এছাড়া এ ঘটনায় অজ্ঞাত আরও ২৪জনকে এ হত্যাকাণ্ডের আসামি দেখানো হয়েছে।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ মঞ্জুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপরাধীদের ধরতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ রয়েছে। অপরাধীদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না।

প্রসঙ্গত: গত ১৭ সেপ্টেম্বর দিনগত রাতের কোন সময় উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নের নবছড়া এলাকায় সন্তু গ্রুপের জেএসএস’র সশস্ত্র ক্যাডাররা জেএসএস সংস্কার-এর দুই কর্মী রিপেল চাকমা এবং বর্ষণ চাকমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করে পালিয়ে যায়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন