সীমান্তে ৮০৫ জন মায়ানমার নাগরিককে ফেরত পাঠাল বিজিবি


বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে গত একমাসে ৮০৫ জন মায়ানমার নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাছাড়া মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৯৮ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১ হাজার ২০৬ জন নাগরিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নাগরিকদের মধ্যে ১ হাজার ১৯৭ জন বাংলাদেশি এবং বাকি ৯ জন ভারতীয় নাগরিক বলে জানা গেছে।
বিজিবি সূত্রে আরও জানায় যে, গত সেপ্টেম্বর মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে তারা ১৭১ কোটি ৬০ লাখ ৫১ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান সামগ্রী জব্দ করতে সক্ষম হয়েছে।
রোববার (১২ অক্টোবর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, জব্দ চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে- ৬ কেজি ৩৫৬ গ্রাম স্বর্ণ, ১ কেজি ৬৫০ গ্রাম রুপা, ৯ হাজার ২৪৮টি শাড়ি, ১৩ হাজার ৫৫৮টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ১১ হাজার ৪৬১টি তৈরি পোশাক, ১২ হাজার ৮৬ মিটার থান কাপড়, ৩ লাখ ৯১ হাজার ৭৯৩টি কসমেটিক্স সামগ্রী, ২ হাজার ৯৫২ পিস ইমিটেশন গহনা, ১৩ লাখ ৬১ হাজার ২৭৬টি আতশবাজি, ৪ হাজার ২০২ ঘনফুট কাঠ, ২ হাজার ৩৫ কেজি চা পাতা, ১১ হাজার ৩৭৭ কেজি সুপারি, ৮১ হাজার ৭৮০ কেজি কয়লা, ৭৩৫ ঘনফুট পাথর, ৪ হাজার ৬৩০ ঘনফুট বালু, ৬ হাজার ৩৪৯ কেজি সুতা/কারেন্ট/দুয়ারি জাল, ৩৭৯টি মোবাইল, ৩ হাজার ৪৪৩টি মোবাইল ডিসপ্লে, ৩৫ হাজার ০৬২টি চশমা, ১৭ হাজার ২৬৯ পিস যানবাহনের যন্ত্রাংশ, ৩২ হাজার ৭৭৮ কেজি জিরা, ১৭ হাজার ৬৪১ কেজি চিনি, ৯ হাজার ৪৫১ কেজি পিয়াজ, ১৩০ কেজি রসুন, ১৩ হাজার ২৭৬ কেজি সার, ৪ হাজার ১৬৪ প্যাকেট বিভিন্ন প্রকার বীজ, ১ হাজার ৫৮১ প্যাকেট কীটনাশক, ১৮৯ লিটার ডিজেল, ৪ লাখ ৩৯ হাজার ০৩৪ পিস চকোলেট, ৭৩ হাজার ৫৪০ ভারতীয় রুপি, ৩০ হাজার ইউএস ডলার, ১ হাজার ৫২৫টি গরু/মহিষ ১৯টি ট্রাক/কাভার্ড ভ্যান, ১২টি পিকআপ/মহেন্দ্র, ১টি ট্রাক্টর, ৪টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ৬টি ট্রলি, ১৩০টি নৌকা, ৩৬টি সিএনজি/ইজিবাইক, ৬৬টি মোটরসাইকেল এবং ৬৭টি বাইসাইকেল/ভ্যান।
পাশাপাশি উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে- ২টি দেশী/দেশীয় পিস্তল, ২টি ম্যাগাজিন, ১০০ রাউন্ড গোলাবারুদ এবং ৩টি অন্যান্য অস্ত্র।
এছাড়াও গত মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দ করা মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে- ২০ লাখ ৮৭ হাজার ১৪৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৪ কেজি ৬৬৩ গ্রাম হেরোইন, ৪ হাজার ৪৯১ বোতল ফেনসিডিল, ১২ হাজার ১১৩ বোতল বিদেশী মদ, ৩৮৪ লিটার বাংলা মদ, ১ হাজার ১০৮ ক্যান বিয়ার, ১ হাজার ২৯৮ কেজি গাঁজা, ২ লাখ ২৪ হাজার ৮১১ প্যাকেট বিড়ি ও সিগারেট, ১০ কেজি তামাক পাতা, ৫৭ হাজার ৭৪৫টি নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন, ৪ হাজার ৩৮৪ বোতল ইস্কাফ সিরাপ, ১২ হাজার ২৪৯টি অ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, এম কফিডিল ৪০টি, এবং ৭ লাখ ৫৪ হাজার ২৫৮পিস বিভিন্ন প্রকার ওষুধ ও অন্যান্য ট্যাবলেট।

















