স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাঙামাটি মেডিকেল কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাঙামাটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে কলেজের অস্থায়ী ক্যাম্পাসে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, গত এক দশক ধরে অস্থায়ী ক্যাম্পাসে শ্রেণী কার্যক্রম পরিচালিত হলেও এখনো স্থায়ী ক্যাম্পাস নির্মিত হয়নি। যে কারণে শ্রেণী কার্যক্রম পরিচালনায় সংকট সৃষ্টি, ব্যবহারিক কার্যক্রমে সুযোগের অভাব, শিক্ষার্থীদের হোস্টেল সংকটসহ নানা সমস্যা ভোগ করতে হচ্ছে। সকল বৈষম্য দূর করে অনতিবিলম্বে রাঙামাটি মেডিকেল কলেজের কার্যক্রমে গতিশীলতা আনতে দ্রুত সময়ের মধ্যে একটি স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি জানান শিক্ষার্থীরা।
এর আগে মেডিকেল কলেজের গেইট থেকে একটি বিক্ষোভ মিছিল হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, মেডিকেল কলেজের ৫ম ব্যাচের শিক্ষার্থী শাপলা আফরিন অমি, তানভীর আহমেদসহ আরো অনেকে।