১০০ কোটি ডলার বাজেট সহায়তা চাইবে বাংলাদেশ


জাপানের কাছে ১০০ কোটি ডলারের বাজেট সহায়তা চাইবে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের আসন্ন টোকিও সফরে এ সহায়তা চাইবে ঢাকা। সফরে সাতটি সমঝোতা স্মারক সই হবার কথা জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী।
চার দিনের দ্বিপক্ষীয় সফরে ২৮ মে জাপান যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। তার জাপান সফর নিয়ে সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সফরে নেক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা । এছাড়া জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সাথেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। এই সফরে দু’দেশের মধ্যে বিনিয়োগ, জ্বালানি ও প্রযুক্তিসহ বেশ কয়েকটি কয়েকটি বিষয়ে সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানান ভারপ্রাপ্ত এই পররাষ্ট্র সচিব।
পরে ভারতের পুশইনের বিষয়ে এক প্রশ্নের উত্তরে রুহুল আলম বলেন, প্রতিটি ঘটনাতেই দিল্লিকে কূটনৈতিকভাবে প্রতিবাদ জানাচ্ছে ঢাকা।
পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে বলেন বন্দি বিনিময় চুক্তির আলোকেই ভারতের সংগে কথা চলছে। তবে চুক্তি বাস্তবায়নে দুই পক্ষেরই সম্মতির দরকার বলে মন্তব্য করেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব।